অনলাইন ডেস্ক, ১৪ আগস্ট।। আফগানিস্থানে একের পর এক এক এলাকা দখল করছে তালিবানরা। ইতিমধ্যেই ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
এমত পরিস্থিতে ভারত যদি আফগানিস্থানকে সাহায্য করে তাহলে ফল ভাল হবেনা সাফ হুঁশিয়ারি দিল তালিবানরা।
তালিবান মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছেন যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য সেনা পাঠায় তাহলে তার ফল ভালো হবেনা।
তালিবানদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে আফগানিস্থানে অন্য দেশের সেনাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই প্রত্যক্ষ করেছে। তাই যে দেশের সেনা আফগান সেনাদের সাহায্য করতে আসবে তারা বুঝেই আসবে।
তালিবান মুখপাত্র শাহিন অবশ্য ভারতের প্রশংসাও করেছেন। তিনি বলেন আফগানিস্থানের মানুষের জন্য সেতু নির্মাণ পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত।