Trinamool: তৃণমূল কংগ্রেসকে রুখতে বিজেপি বানর সেনা নামিয়েছে বলে মন্তব্য করলেন ব্রাত্য বসু

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ আগস্ট।। আবারো রাজ্যে এলেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু৷ শুক্রবার সকালের বিমানে তিনি আগরতলা বিমান বন্দরে অবতরণ করেন৷ তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানান৷

বিমানবন্দরে অবতরণ করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যের শাসক দল বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে৷ তারা যদি ভালো কাজ করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে কেন সেই প্রশ্ণ তুলেছেন তিনি৷

তৃণমূল কংগ্রেসকে রুখতে বিজেপি বানর সেনা নামিয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ তারা লেজ তুলে যতই লাফালাফি করুক তৃণমূল কংগ্রেস কোনোভাবেই পিছু হটবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন৷

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোন শক্তি নেই তারা যে দাবি করেছেন তিনি৷ যদি তৃণমূল কংগ্রেসের শক্তির না থেকে থাকে তাহলে কেন ভয় পাচ্ছে তারা৷

ব্রাত্য বসু বলেন, ভোটের ময়দানে তাদের সঙ্গে দেখা হবে৷ তৃণমূল কংগ্রেসের ছেলেদের তারা এরেস্ট করছে কেন সেই প্রশ্ণও তুলেছেন তিনি৷ দমন-পীড়ন ও মামলায় জড়িয়ে তারা পার পেয়ে যাবে ভাবছে?

তারা তাতে করে পার পেয়ে যাবে না বলে তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরায় বিজেপি কি করছে গোটা ভারতবর্ষ বলেও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু৷

রাজ্যে সাংগঠনিক শক্তি চাঙ্গা করতে আরও বেশ কয়েকজন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা রাজ্যে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে৷ এদিন বিভিন্ন দল ছেড়ে কিছু ভোটার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?