Terrible Flood: ২০/৩০ বছরের মধ্যে এই প্রথম এত ভয়ঙ্কর বন্যার কবলে চিন, কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। ভয়াবহ বন্যার কবলে চিন। কমপক্ষে ২১ জন মানুষের মৃত্যু হয়েছে। ৬ হাজার মানুষকে এখনও পর্যন্ত পর্যন্ত নিরাপদে সরানো হয়েছে। চিনের হুবেই প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত ২০/৩০ বছরের মধ্যে এই প্রথম এত ভয়ঙ্কর বন্যার কবলে চিন। হুবেই প্রদেশে পাঁচটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে প্রদেশটিতে ভূমিধস দেখা দিয়েছে। ধসে পড়েছে শত শত বাড়িঘর। হতাহতের ঝুঁকি এড়াতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬ হাজার বাসিন্দাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, গত বুধবার থেকে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ৪ জন নিখোঁজ।

সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭০০’র বেশি বাড়ি সহ দোকান।চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় সুইঝো, জিয়ানগিয়াং এবং জিয়াওগানতে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। ইয়েচেং শহরেও বৃহস্পতিবার রেকর্ড ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চরম বিপর্যয়ের মুখে চিন। প্রায় ৩৬০০ বাড়ির বিদ্যুৎ নেই, ক্ষতি হয়েছে ৮১১০ হেক্টর ফসলের।

চিনের আবহাওয়া প্রশাসন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যে ইয়াংজি নদীর তীরবর্তী অঞ্চলগুলি বন্যার ঝুঁকিতে রয়েছে। গত ২০-৩০ বছরের মধ্যে এমন বৃষ্টিপাত দেখেননি বলে উল্লেখ করেন হুবেই প্রদেশের সুইঝৌ শহরের এক বাসিন্দা।বন্যা কবলিত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে ফায়ার ফাইটার কর্মী ছাড়াও পুলিশ ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে চিনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?