অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট।। বিশ্বের সেরা বন্দরের তালিকায় নিজের জায়গা করে নিল কাতারের রাজধানী দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট৷ রেটিং সংস্থা Skytrax বিশ্বের সেরা বিমানবন্দর এবং বিমানসংস্থার তালিকায় এক নম্বরে উঠে এল এই বিমান বন্দরের নাম।
প্রতি বছরই রেটিং সংস্থা Skytrax সেরা বিমান বন্দরের তালিকা প্রকাশ করে। সিঙ্গাপুরকে পিছনে ফেলে কাতারের দোহার হামাদ ইন্টারন্যাশনাল বিমান বন্দর শীর্ষ স্থানে জায়গা দখল করে নিয়েছে। তবে তালিকার প্রথম দশে না থাকলেও ৪৫ তম জায়গায় স্থান পেয়েছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর।
এছাড়াও ৬৪ নম্বরে রয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর, ৬৫ নম্বরে মুম্বইয়ের ছত্রপতি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ৭১ নম্বরে৷ তবে পিছিয়ে থাকল কলকাতা। প্রথম ১০০-নম্বরের মধ্যেও নিজের জায়গা করে উঠতে পারেনি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর।