অনলাইন ডেস্ক, ১৩ অগাস্ট।। ভারতে এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। গত দু দিন করোনার নতুন করে আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নতুন করে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। চিন্তা বাড়ছে কেরল এবং মহারাষ্ট্রকে নিয়ে। সব মিলিয়ে ফের দেশে বেড়েছে উদ্বেগ।
বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন চলতি মাসের শেষেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। তাই নিয়ে রাজ্যগুলিকে আগাম সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র।উদ্বিগ্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। মৃত্যু হয়েছে ৪৯০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ৬৯ জন।
বর্তমানে ভারতে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭। মারন ভাইরাস এখনও পর্যন্ত দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জনের। করোনায় আক্রান্ত হয়েও এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন মানুষ মারন ভাইরাসের হাত থেকে মুক্ত হয়েছেন। চলছে নমুনা পরীক্ষা।
এখনও পর্যন্ত ৪৮ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ১৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলেই জানানো হয়েছে। জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপর। এখনও পর্যন্ত দেশে ৫২ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ১৯ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেরলে নতুন করে সংক্রমণ বৃদ্ধির কারণে কেন্দ্র সেই রাজ্যে দুটি টিকার মধ্যে সময়ের ব্যবধান নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে।