অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। ফিলিপাইনে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। বুধবার গভীর রাতে কম্পনে কেঁপে ওঠে এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৪৫ মাইল পূর্বের শহর পন্দাগুইতানের ৬৫ কিলোমিটার নিচে। এর পর আরও একটি কম্পন হয়। সেটির মাত্রা ছিল ৫.৮। যে কারণে উৎপত্তিস্থলের ১৮৬ কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিদ্যা ইনস্টিটিউটের পক্ষ থেকে বেশ ক্ষয়ক্ষতির সহ আফটার শকের আশঙ্কা করা হয়েছিল।
ভূমিকম্পের পরেই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা। তবে এই ভূমিকম্পের ফলে মার্কিন উপকূলে সুনামি আঘাত হানার আশঙ্কা নেই বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।