অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। মমতাজ খাতুন কর্ণাটক রাজ্যের প্রথম মুসলিম মহিলা,যিনি জেলা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। বিচার বিভাগের পরীক্ষায় তিনি প্রথম হয়েছেন।এ বছরের শুরুতে অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল বিচারবিভাগের (জুডিশিয়াল)এই পরীক্ষা।
কর্ণাটকের উডুপি জেলার বাসিন্দা মমতাজ মেধাবী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।মমতাজ খাতুন আব্দুল রহমান এবং মুলকির আতিজাম্মার মেয়ে। বিচারক হওয়ার জন্য যে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছেন মমতাজ খাতুন। তিনি ম্যাঙ্গালুরুতে পুনারুরের ভারত মাঠা হাই স্কুলে পড়াশোনা শেষ করে প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য আইকলার পম্পেই কলেজে যান।
তিনি ম্যাঙ্গালুরুর এসডিএম ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন এবং মহীশূর থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রাক্তন এমএলসি ইভান ডি’সুজার জুনিয়র হিসেবে কাজ করে আইনের কর্মজীবন শুরু করেছিলেন।
মমতাজ ২০১০ সালে ভটকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস (জেএমএফসি) আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন এবং পরে উডুপি জেএমএফসি কোর্টে বদলি হন। ২০১৮ সালে তিনি উডুপি পুলিশ সুপার কার্যালয়ে সহকারী পরিচালক প্রসিকিউশন (এডিপি) হিসাবে পদোন্নতি লাভ করেন।