অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। দক্ষিণ ভারতে জঙ্গি সংগঠনে যোগদানের প্রবণতা বাড়ার কারণে একের পর এক বাড়ছে গ্রেফতারির সংখ্যা। যা ইতিমধ্যেই মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। এন আই এ জানাচ্ছে গত ৬ অগস্ট কর্ণাটকের ভাটকল এলাকা থেকে এনআইএ-র জালে ধরা পড়ে এক ব্যক্তি।
ইসলামিক স্টেট বা আই এস যোগের জন্য তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জুফরি জওহর দামুদি। বুধবার ম্যাঙ্গালোর থেকে আরও দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। একজন ম্যাঙ্গালোরের আম্মর আব্দুল রহমান ও অপরজন বেঙ্গালুরুর শঙ্কর ভেঙ্কটেশ পেরুমল।
কাশ্মীর ও কর্ণাটকের একাধিক ঘটনার সূত্রে তাদের গ্রেফতার করা হয়েছে। ২০১৪-২০১৯ এই কিছু বছরের মধ্যে আইএসের প্রতি সহানুভূতি সম্পন্ন থাকার অভিযোগে ১২৭জনকে গোটা দেশ থেকে গ্রেফতার করা হয়েছে।’
এনআইএ-এর তালিকা অনুসারে শুধু তামিলনাড়ু থেকেই গ্রেফতার করা হয়েছিল ৩৩জনকে, উত্তরপ্রদেশ থেকে ১৯জনকে, কেরল থেকে ১৭জনকে, তেলেঙ্গানা থেকে ১৪জনকে, মহারাষ্ট্র থেকে ১২জনকে ও কর্ণাটক থেকে ৮জনকে গ্রেফতার করা হয়েছিল। যুবক-যুবতীদের ইসলামিক স্টেটের ভাবধারায় উদ্বুদ্ধ করে তাদের জঙ্গি সংগঠনে যুক্ত করাই ছিল ধ্ত ব্যক্তিদের মূল লক্ষ।