Football: নতুন মৌসুমের শুরুটাও ট্রফি জয়ের মাধ্যমেই করল থমাস টুখেলের চেলসি

অনলাইন ডেস্ক, ১২ আগস্ট।। গত মৌসুমে শেষটা হয়েছিল ট্রফি দিয়ে। নতুন মৌসুমের শুরুটাও ট্রফি জয়ের মাধ্যমেই করল থমাস টুখেলের চেলসি। জিতে নিল উয়েফা সুপার কাপের শিরোপা।

বুধবার রাতে টানটান উত্তেজনার ম্যাচে ইউরোপা লিগ জয়ী ভিয়ারিয়ালকে পেনাল্টিতে পরাস্ত করার রাতে ব্লুজদের নায়ক স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসি প্রথমার্ধে শুরুটা দুর্দান্তভাবে করে। উইংব্যার মার্কাস আলন্সো এবং কালাম হাডসন-ওডোয়ের সুবাদে প্রতিনিয়ত ভিয়ারিয়ালের রক্ষণকে চাপে ফেলছিল দলটি।

হাকিম জিয়েকের ২৭ মিনিটের গোলে এগিয়ে যায় পশ্চিম লন্ডনের ক্লাবটি। এক সময় প্রথমার্ধে প্রায় চেলসি ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল। গোলস্কোরার জিয়েক ডান কাঁধে গুরুতর চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন।

একদম শেষ মুহূর্তে আলাবার্তো মরেনোর দূরপাল্লার শট চেলসির বার কাঁপিয়ে গোলের সামনে পরলেও তা গোল লাইন পার করেনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ তেই।

দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন ভিয়ারিয়ালকে দেখা যায়। উনাই এমেরির দলের হাই প্রেসিং গেমের সামনে অসহায় দেখায় চেলসিকে।

একাধিক ভুলের সুযোগ নিতে ব্যর্থ হলেও অবশেষে গত মৌসুমে দলের সর্বোচ্চ স্কোরার জেরার্ড মরেনোর সুবাদে ৭৩ মিনিটে ম্যাচে সমতা ফেরায় স্পেনের দলটি। ৯০ মিনিটের পর ম্যাচ ১-১ শেষ হওয়ার পর কার্যত ঘটনাহীন একস্ট্রা টাইম খেলে দুই দল। ম্যাচ গড়ায় পেনাল্টিতে।

পেনাল্টি শুট আউটে দুই দলই প্রথম পাঁচ শটে চারটি করে গোল করে। ছয় নম্বর শটেও সফল উভয় পক্ষ। চেলসির সাত নম্বর শটটি আন্টোনিও রুডিগার জালে পাঠানোর পর ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন আরিসাবালাগা। শিরোপা জয়ের উল্লাসে ভাসে প্রিমিয়ার লিগের দলটি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?