Theft: বেতাগা বাজারে মুদির দোকানে হানা দেয় চোরের দল, ৪০ হাজার টাকার জিনিসপত্র চুরি

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১১ আগস্ট।। শান্তিরবাজার মহকুমার বেতাগা বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ প্রায় ৪০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল৷

মঙ্গলবার রাতে একটি মুদির দোকানে হানা দেয় চোরের দল৷ দোকানের মালিকের নাম বিকাশ সাহা৷ বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানের মালিক চুরির ঘটনা আঁচ করতে পারেন৷

চুরির বিষয়টি চোখে পড়তেই দোকানের মালিক বিষয়টি পার্শ্ববর্তী ব্যবসায়ীদের জানান৷ চুরির বিষয় নিয়ে দোকানের মালিক শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জানান৷

অভিযোগ পেয়ে ছুটে আসে পুলিশ৷ দোকানের মালিক জানান, কিছুদিন আগেও বেতাগা বাজারে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে৷ পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

চুরি থেকে রক্ষা পেতে বাজারের ব্যবসায়ীরা আরক্ষা দপ্তরের নিকট আবেদন করেন যাতে করে বাজার এলাকায় রাত্রিবেলায় পুলিশ টহলদারি বাড়ানো হয়৷

ব্যবসায়ীরা বাজার কমিটির নিকট আবেদন করেন, বাজারে একজন বেসরকারি নাইট গার্ড নিয়োগ করার জন্য৷ সকল ব্যবসায়ী মিলে নাইট গার্ডের মাসিক বেতন বহন করবে বলে তারা জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?