অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলকে শাস্তি দিল আইসিসি। কোহলিদের ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি কেটে নেওয়া হয় মূল্যবান পয়েন্ট। শুধু ভারতেরই নয়, শাস্তি হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলেরও। জো রুটের নেতৃত্বাধীন দলেরও ম্যাচ ফি কেটে নেওয়ার পাশাপাশি পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
এই মুহূর্তে ইংল্যান্ডে চলছে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নটিংহামে প্রথম টেস্টে ড্র করে ভারত-ইংল্যান্ড। ওই টেস্ট ড্র করে ৪ পয়েন্ট করে পায় উভয় দল। কিন্তু নটিংহামে স্লো ওভার রেটের কারণে দুই দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি উভয় দলের ২ পয়েন্ট করে কেটে নেওয়া হয়।
দুই ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো এবং তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থের রিপোর্টের ভিত্তিতে ভারত ও ইংল্যান্ড দলকে এই শাস্তি দেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিংয়ের কোটা পূর্ণ না হলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। নটিংহ্যামে নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল ভারত ও ইংল্যান্ড।