অনলাইন ডেস্ক, ১০ আগস্ট।। এক বছর বন্ধ থাকার পর তেলেঙ্গানায় স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান হবে কুতুবশাহী সুলতানদের গৌরবময় রাজধানী ঐতিহাসিক গোলকন্ডা দুর্গে । ওই রাজ্যের মুখ্যসচিব সোমেশ কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ১৫ আগস্ট সকাল ১০:৩০মিনিটে দুর্গে জাতীয় পতাকা উত্তোলন করবেন। মুখ্য সচিব প্রধান অফিসিয়াল অনুষ্ঠানের ব্যবস্থা পর্যালোচনা করতে কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন।
২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য গঠনের পর, তেলেঙ্গানার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার জন্য কে চন্দ্রশেখর রাও প্যারেড গ্রাউন্ডস থেকে গোলকুন্ডা দুর্গে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের স্থান পরিবর্তন করেছিলেন। যাইহোক, গত বছর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং রাজ্য গঠন দিবস উদযাপন এমন একটি স্থানে অনুষ্ঠিত হবে যাতে মানুষের কোন অসুবিধা না হয়। সেই অনুযায়ী, গত বছর প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন এবং এবছর প্রজাতন্ত্র দিবস উদযাপন শহরের প্রাণকেন্দ্র পাবলিক গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল।
পাবলিক গার্ডেন হায়দরাবাদের প্রাচীনতম পার্ক যা ১৮৪৬ সালে তৎকালীন হায়দ্রাবাদ রাজ্যের শাসক ষষ্ঠ নিজাম মীর মাহবুব আলি খান দ্বারা নির্মিত হয়েছিল। অনুষ্ঠানগুলি জুবলি হলের পটভূমিতে আয়োজিত হয়েছিল, যা একটি স্থাপত্যের মাস্টারপিস হিসেবে বিবেচিত এবং সপ্তম নিজাম মীর ওসমান আলী খানের শাসনামলে ১৯১৩সালে নির্মিত হয়।
তেলেঙ্গানা রাজ্য গঠনের আগে, অবিভক্ত অন্ধ্র প্রদেশে প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন উভয়ই সেকেন্দ্রাবাদের বিস্তৃত প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হত। যাইহোক, তেলেঙ্গানা ২০১৪ সালে একটি পৃথক রাজ্য হিসাবে গঠিত হওয়ার পর, কেসিআর গোলকন্ডা দুর্গে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। গোলকুন্ডা দুর্গ হায়দারাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ । কুতুবশাহী সম্রাজ্যের(১৫১২-১৬৮৭) রাজধানী হিসেবে এটি বিখ্যাত। ভৌগোলিকভাবে এটি তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত।
পুরাতাত্ত্বিক গুরুত্ব এবং ইতিহাসের আধার হিসেবে গোলকোন্ডা দুর্গ ভারতীয় ঐতিহ্যবাহী স্থাপনা তালিকায় স্থান পেয়েছে।হায়দারাবাদের হৃদয় থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে ৪০০ফুট উঁচু গ্রানাইট পাহাড়ে অবস্থিত এই গোলকুন্ডা।এই অঞ্চলে রয়েছে একাধিক কয়লাখনি৷ বহু হীরের সন্ধান দিয়েছে এই অঞ্চল৷ শুধু তাই নয়, বিখ্যাত কোহিনুর হীরের সন্ধানও মিলেছিল এই অঞ্চলে৷সন্ধ্যা ছটার পর এই অঞ্চলে সাধারণের যাওয়া বর্তমানে নিষিদ্ধ৷