অনলাইন ডেস্ক, ১০ আগস্ট।। করোনা সংক্রমণ সেই সঙ্গে সাধারণ মানুষের অবস্থা বিবেচনা করে কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। দুটি ভ্যাস্কসিন সম্পূর্ণ হলে তবেই লোকাল ট্রেনের সফর করতে পারবেন স্থানীয় মানুষ। রাজ্যে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আগেই জানিয়েছিলেন, যাদের ইতিমধ্যেই দুটি ভ্যাকসিন নেওয়া সম্পূর্ণ হয়েছে, তারা আগামী ১৫ আগস্ট থেকে লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবে।
মঙ্গলবার মেয়র কিশোরী পেডনেকর সাংবাদিকদের জানান, রাজ্যে ৬৫টি রেল স্টেশনে যাত্রীদের উদ্দেশে বার কোড পাস দেওয়া হচ্ছে। তবে যাদের দুটি ভ্যাকসিন নেওয়া সম্পূর্ণ হয়েছে, তারাই এই পাস পাবে’। তবে টিকিট কাউন্টারে অযথা ভিড় না বাড়িয়ে করোনা বিধিনিষেধ মেনে পরস্পরকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন মেয়র।
কিশোরী পেডনেকর আরও জানিয়েছেন, মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই বার কোড পাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় থেকেই লোকাল ট্রেনে যাতায়াত নিয়ে নির্দেশিকা দেওয়া হয়। যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তারাই একমাত্র এই লোকাল ট্রেনের যাতায়াতে ছাড় পায়।
মহারাষ্ট্রে আসন্ন গনেশ উৎসবে প্রসেশনে শামিল হতে গেলেও কি দুটি ভ্যাকসিন সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মেয়র কিশোরী পেডনেকর বলেন, এব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কোভিড-টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করে পরবর্তী নির্দেশিকা জানাবেন।
মেয়র এদিন সবাইকে আরও একবার সতর্ক করে দিয়ে সমস্ত হোটেল, রেস্তরাঁগুলিকে কোভিডনীতি মেনে চলার নির্দেশ দেন। কোভিড বিধিনিষেধ না মানলে সরকারের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানান মেয়র।