স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১৮ আগস্ট।। ডুম্বুর জলাশয় থেকে মাছ চুরি করে পাচার অব্যাহত রয়েছে। ডুম্বুর জলাশয় এর মাছ গাড়ি বোঝাই করে পাচার করার সময় গাড়ি আটক করে ৩০০ কেজি মাছ উদ্ধার করা সম্ভব হয়েছে।
মাছ সহ গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। মৎস্য দফতরের পক্ষ থেকে আটক করা মাছগুলি অকশনে বিক্রি করা হয়েছে।মৎস দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন ডুম্বুর জলাশয় থেকে বেআইনিভাবে এসব মাছ ধরে উদয়পুর অমরপুর এবং আগরতলা সহ অন্যান্য স্থানে পাচার করা হতো।
এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি গাড়ি আটক করে কেজি বাজার করা সম্ভব হয়েছে।ডুম্বুর জলাশয় এর মাছ চুরি করে পাচারের ঘটনা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য এর আগেও পাচারকালে মাছ আটক করা হয়েছিল।পরপর এধরনের চুরির ঘটনা ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। উল্লেখ্য ডুম্বুর জলাশয় এর উপর নির্ভর করে বেঁচে আছে বহু বর্ষজীবি পরিবার।ডুম্বুর জলাশয় এর মাছ চুরি করে যাতে পাচার করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্যজীবীদের পক্ষ থেকেও জোরালো দাবি জানানো হয়েছে।