Renamed: ‘রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার’ এর নাম বদলে হল ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’

অনলাইন ডেস্ক, ৬ আগস্ট।। খেলরত্ন পুরস্কার থেকে বাদ পড়ল রাজীব গান্ধির নাম। এবার থেকে ‘রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার’ এর নাম বদলে হল ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হকি তারকা ধ্যানচাঁদকে সম্মান জানাতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘ সাধারণ মানুষের কাছ থেকে আমার কাছে বহু অনুরোধ আসছিল খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচাঁদের নামে করার জন্য। আমি তাদের মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে এবার থেকে খেলরত্ন পুরস্কারের নামকরণ হল ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। জয় হিন্দ’।

প্রসঙ্গত রাজীব গান্ধী খেলরত্ন ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামারিক ক্রীড়া সম্মান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নামে এই পুরস্কারের নামকরণ করা হয়। রাজীব গান্ধি খেলরত্ন একটি পদক, একটি মানপত্র ও নির্দিষ্ট পরিমাণ আর্থিক পুরস্কার নিয়ে গঠিত। ২০০৪-০৫ সালের হিসেব অনুসারে, বর্তমানে এই পুরস্কারের অর্থমূল্য ৫০০,০০০ ভারতীয় টাকা।

১৯৯১-৯২ সালে দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজীব গান্ধি খেলরত্ন চালু হয়। যদিও এই পুরস্কারের আগে থেকেই প্রতিবছর ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জুন পুরস্কার প্রদানের রীতি চলে আসছিল। অন্যদিকে ধ্যানচাঁদ একজন ভারতীয় হকি খেলোয়াড় এবং খেলাধুলার ইতিহাসের অন্যতম সেরা হকি খেলোয়াড়।

তিনি তিনটি অলিম্পিক স্বর্ণপদক অর্জনের পাশাপাশি তাঁর অসাধারণ গোল-স্কোরিংয়ের জন্যও পরিচিত ছিলেন। ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে, ভারত এমন একটি যুগে যেখানে ফিল্ড হকি প্রাধান্য পেয়েছিল। তাঁর প্রভাব এই জয়ের বাইরেও প্রসারিত হয়েছিল, যেহেতু ভারত ১৯২৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত আটটি অলিম্পিকের মধ্যে সাতটিতে মাঠের হকি ইভেন্ট জিতেছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?