পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন ভুক্তভোগীরা

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৭ আগস্ট।। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে জাতীয় সড়ক বড়মুড়ার খামতিং বাড়ি এলাকায়। ঘটনা সোমবার সকাল সাড়ে ৯ টায়। পরে জিরানিয়া মহকুমা শাসকের আশ্বাস পেয়ে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা পর পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।

ঘটনার বিবরণে জানা যায় জিরানিয়া মহাকুমার অন্তর্গত মান্দাই ব্লক এর অধীন সাঁলকাবাড়ি এলাকার লোকজন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন। 2014 সালে ONGC- কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে ও পানীয় জলের সমস্যা বলে দেন। তৎকালীন সময়ে ওএনজিসি থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল বিশুদ্ধ পানীয় জল তাদেরকে সরবরাহ করা হবে।

কিন্তু এখন পর্যন্ত তা না হওয়ায় এদিন তারা পথ অবরোধে বসে পানীয় জলের দাবিতে। উল্লেখ্য এই সালকা বাড়ি এলাকায় ওএনজিসি একটি ডি-লিংক পয়েন্ট আছে । যার থেকে বজ্র পদার্থ গুলি এলাকার বিভিন্ন জলাশয়ে ও ছরাতে গিয়ে পড়ছে । যে কারনে জল দূষিত হচ্ছে। এই জল তারা দীর্ঘদিন ধরে পান করে চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। হাওড়া ও ছড়ার জলে মিশে খাওয়ার জলও ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়ে।

এমনিতেই ওই এলাকার জনগণ বিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা ছড়ার জল কিংবা পাথর চুষার জল খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। পানীয় জলের একমাত্র উৎস হল হাওড়া ছড়ার জল। কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। রবিবার দিনভর অবরোধ চললেও সহজ-সরল গিরি বাসীদের দুঃখ শোনার মত কেউ এগিয়ে আসেনি। তাই তারা বাধ্য হয়ে সোমবার ফের অবরোধে বসে আসাম আগরতলা জাতীয় সড়ক ।

অবশেষে প্রায় তিন ঘণ্টা অবরোধের পর জিরানিয়া মহকুমা শাসক,এসডিপিও এবং ওসি জিরানিয়া থানা , অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ভি.জগদীশ্বর রেড্ডি সহ ONGC এর আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সমস্ত সূত্র বের করে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?