স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৭ আগস্ট।। তেলিয়ামুড়া ব্লকের অধীনে ১০৪ জন বেনিফিসারীর নামে পি এম এ ওয়াই জি প্রকল্পে ঘর মঞ্জুর হয় ২০১৯ -২০ অর্থ বছরে। এর মধ্যে উত্তর পুলিনপুর গ্রাম পঞ্চায়েতের ৫৬ জন বেনিফিসিয়ারির নামে ঘর মঞ্জুর হয়। তার মধ্যে ২৪ জনের নামে বরাব্দকৃত টাকা চলে আসে। কিন্তু বাকি ৩২ জনের কোন টাকা পায়নি। তারই পরিপ্রেক্ষিতে আই এন পি টি দলের তেলিয়ামুড়া ডিভিশনাল এজিএস রঞ্জিত দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার উত্তর পুলিনপুর পঞ্চায়েতে তেলিয়ামুড়া ব্লকের বিডিও-র নিকট ডেপুটেশান প্রদান করে। আই এন পি টি দলের দাবি এই সকল বেনিফিসারীরা ঘর তৈরির কাজ শেষ করে নিলেও ৯৫ দিনের মজুরির টাকা এখনো বকেয়া রয়েছে। অতিসত্বর এই টাকা বেনিফিসারীদের দেওয়ার জন্যই আইএনপিটি দলের প্রতিনিধি দলটি এইদিন ব্লক আধিকারিকের নিকট দাবি জানায়। এই বিষয়ে ব্লক আধিকারিক জানান ২০১৯-২০ অর্থ বর্ষে পি এম এ ওয়াই জি প্রকল্পে তেলিয়ামুড়া ব্লক থেকে ১০৪ জন বেনিফিসারিকে ঘর দেওয়া হয়। এর মধ্যে উত্তর পুলিনপুর গ্রামপঞ্চায়েতের ৫৬ জন বেনিফিসিয়ারি রয়েছে। প্রতিটি ঘরের মূল্য ছিল ১ লক্ষ ৩০ হাজার টাকা। আর এই টাকা তিন কিস্তিতে দেওয়ার কথা ছিল। এই ঘর গুলিকে সম্পূর্ণ ভাবে তৈরি করতে এম জি এন রেগার মাধ্যমে ৯৫ মেন্ডেজ কাজও দেওয়া হয়েছিল। ঘরের অন্যান্য টাকা পেলেও টেকনিকেল কারণে তাদের এই মজুরি দেওয়া যাচ্ছে না। তিনি জানান যে, অনলাইনে যতক্ষন না বেনিফিসিয়ারির নাম শো করে ততক্ষন পর্যন্ত কোনো বেনিফিসিয়ারির মাস্টার রোল করা যায়না। এই ক্ষেত্রে ৩২ জনের নামের তালিকা সিস্টেমে শো করেনি, এই কারনে তাদের কোনো টাকা দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে অনেক আগে। এটা সম্পুর্ন ভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ব্লক আধিকারিক জানান অতিসত্বর তাদের টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগী হবেন।