অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট।। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জোফরা আর্চারের। ডান হাতের কনুইয়ের চোটে পুরো বছরের জন্যই ছিটকে গেছেন এই ডানহাতি পেসার। ফলে অ্যাশেজেও খেলা হবে না ২৬ বছর বয়সী এই তারকার।
আর্চার কনুইয়ে চোট পেয়েছিলেন বছরের শুরুতে ভারত সফরে। যে কারণে ভারত সফরের মাঝপথে তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হয়। খেলতে পারেননি আইপিএলেও।
তবে চোট সারিয়ে তিনি কাউন্টি খেলতে শুরু করেছিলেন। সাসেক্সের হয়ে কেন্টের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সও করেছিলেন তিনি। কিন্তু চোটের জায়গার ফের ব্যথা হওয়ায় তিনি আর খেলতে পারেননি।
এর পরে চোটের জায়গায় তার অস্ত্রোপচারও হয়। সবাই আশা প্রকাশ করেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেই আশা আপাতত শেষ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এ বছর আর মাঠে ফেরা হবে না তার।