অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী পরীমনিকে গ্রেপ্তার করলো বাংলাদেশের পুলিশ। তার বাড়ি থেকে নাকি প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীরা বুধবার রাতে তার বাড়িতে তদন্ত চালিয়েছিল।
তখনই অভিনেত্রী বাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে। পরিমনির বিরুদ্ধে এমন কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পুলিশ।
শুধু তাই নয়, বাংলাদেশি এই অভিনেত্রীর বিরুদ্ধেও পর্নোগ্রাফি এবং ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য সম্প্রতি মাদক সংগ্রহে রাখা এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে বাংলাদেশের দুই মডেল মৌ এবং পিয়াসাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত বুধবার রাতে যখন পুলিশ তার বাড়িতে অভিযান চালাতে যায় তখনই ফেসবুকে লাইভে আসেন অভিনেত্রী।
লাইভে রীতিমত কাঁদো কাঁদো ভঙ্গিতে তিনি তার অনুরাগীদের জানান যে যারা তার বাড়িতে তদন্ত চালানোর নামে এসেছেন তারা কে এবং তাদের উদ্দেশ্য কি, তিনি জানেন না। এরা ডাকাতও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন অভিনেত্রী।
তিনি জানিয়েছিলেন, এই ব্যক্তিরা বারংবার দরজায় কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জিজ্ঞেস করলে নিজেদের পুলিশের লোক বলে দাবি করছেন। যদিও তারা সিভিল ড্রেসে ছিলেন বলে পরী তাদের বিশ্বাস করতে চাননি।
অত্যন্ত ভয় পেয়ে তিনি বনানী থানায় যোগাযোগ করেন। তবে থানা তরফ থেকে কোনো উত্তর দেওয়া হচ্ছিল না বলে তিনি আরও বেশি ভয় পেয়ে যান। অভিনেত্রী দাবি করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
https://www.facebook.com/pori.monii/videos/196283762469603/
নিজেকে অসুস্থ বলে দাবি করেন তিনি। অসুস্থতার জেরে তিন দিন তার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না বলেও তিনি জানিয়েছেন। তাকে আটক করাতে কার্যত ঢালিউড সরগরম।