স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৬ আগস্ট।। পুরানো প্রথায় চলা এই সরকারের কাজ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন পথে চলা এই সরকারের কাজ। প্রতিটি দপ্তরের, প্রতিটি সিস্টেমের।
এই নতুন দিশায় ত্রিপুরাবাসী লাভান্বিত হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার বিলোনিয়া শচীন দেববর্মণ অডিটেরিয়ামে কৃতি সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দক্ষিণে সাতজন কৃতি ছাত্রছাত্রীদের সংর্বধনা দেওয়া হয় বিধায়কের ব্যাবস্থাপনায়।সহযোগিতায় ছিল বিলোনিয়া পুরপরিষদ। দক্ষিণে এবারের পরীক্ষার ফলাফলে মাধ্যমিকে এক জন ও উচ্চমাধ্যমিকে ছয় জন সাফল্যের তালিকায় কৃতিত্ব অর্জন করে । মোট সাত জন কৃতি ছাত্র ছাত্রীদের সংর্বধনা তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন তিন বছরের মধ্যে ত্রিপুরা মডেল স্টেটে পরিণত হবে। শিক্ষা ক্ষেত্রে ইতিমধ্যেই ত্রিপুরা মডেল স্টেট হয়ে গেছে । ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করছে।