স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ আগস্ট।। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শনিবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়।
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে সহকারী হাই কমিশনার কিরীটী চাকমা সহ অন্যান্যরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের সদস্য এবং নিরাপত্তারক্ষী হত্যা করা হয়। এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয় বাংলাদেশে।
এই বছর দিনটি একটু ভিন্ন ভাবে পালন করা হচ্ছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জন্ম শতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এই বছর ভিন্ন ভাবে দিনটি প্রতিপালনের উদ্দেশ্য ছিল বাংলাদেশ সরকারের।
কিন্তু পরিস্থিতির দিকে নজর রেখে ছোট্ট করে এই উদযাপন করা হচ্ছে বলে জানান আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে সহকারী হাই কমিশনার কিরীটী চাকমা। এদিন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারে বিভিন্ন সময়ের স্থির চিত্র প্রদর্শন করা হয়।