স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২ আগস্ট।। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদয়পুর সফরকালে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী৷
ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ ব্যাপারে রাধাকিশোর পুর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ আবারো দুষৃকতীর দ্বারা আক্রান্ত এক তৃণমূল কংগ্রেসের কর্মী৷
ঘটনার বিবরণে জানা যায় সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় মাতাবাড়িতে পূজা দিতে আসায় সেখানে দলীয় কর্মী হিসেবে মায়ের মন্দিরে আসেন অমরপুরের তৃণমূল কংগ্রেসের সদস্য বিট্টু দাস৷
মায়ের মন্দিরে পূজা দেবার পর তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ওই তৃণমূল কংগ্রেসের অমরপুরের কর্মী বিট্টু দাস এর উপর বিজেপি কর্মীরা চড়াও হয় মাতাবাড়ি দিঘির পােেড়৷ গুরুতর আহত হয় তৃণমূল কংগ্রেসের কর্মী৷
প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে পুলিশের কাছে আশ্রয় নেয় ওই তৃণমূলের কর্মী৷আহত কর্মীর সাথে কথা বলতে গিয়ে জানা যায় ,বিট্টু দাস তৃণমূল কংগ্রেস করার অপরাধে বিজেপি দুষৃকতীরা তার ওপর চড়াও হয়৷
আহত কর্মী জানায় বিজেপি দুষৃকতীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে৷পরবর্তীতে পুলিশ আহত তৃণমূল কংগ্রেসের কর্মী বিট্টু দাসকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অমরপুর পৌঁছে দিয়ে আসে৷