স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ আগস্ট।।করোনাকালে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের পদাঙ্ক অনুসরণ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা বাতিল করে৷
কমিটি গঠন করে মূল্যায়নও করা হয়৷ যদিও ফলাফল প্রকাশ নিয়ে রাজ্য জুড়ে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে৷ রাস্তা অবরোধ হয় সোমবার৷
এদিকে কলেজের সিক্স সেমিস্টারের পড়ুয়ারাও একই দাবি তুললো৷ এমনিতেই করোনার কারণে পড়াশোনা একেবারে লাটে৷ বন্ধ স্কুল বন্ধ পড়াশোনা৷ অন লাইনে ক্লাস হচ্ছে৷ তবে নেটওয়ার্ক খারাপ থাকার কারণে অনেক পড়ুয়া ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি৷
সীমান্ত এলাকায় নেট ব্যবস্থা একেবারে খারাপ৷ ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে৷ সোমবার রামঠাকুর কলেজের সিক্স সেমিস্টারের পড়ুয়ারা কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেয়৷
তাদের বক্তব্য, ইউজিসি গাইড লাইন অনুসারে আগামী ৩১ আগস্ট-এর আগে অন লাইন, অফ লাইনে পরীক্ষা নেওয়া হবে৷ সাত জুন অনলাইনে ক্লাস শুরু হয়৷ কিন্তু নেটওয়ার্কের সমস্যা৷ ফলে ঠিকভাবে পড়ুয়ারা নিজেদের তৈরি করতে পারেনি৷
এ সময়ে পরীক্ষা হলে পড়ুয়ারা সমস্যায় পড়বে বলে ছাত্র-ছাত্রী জানিয়েছে৷ তাদের দাবি অফ লাইনে পরীক্ষা হলে অফ লাইনে ক্লাস করতে হবে৷ কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা নেওয়ার দাবি করেন তিনি৷
কারণ অনেক গর্ভবতী মেয়েরা রয়েছে, অনেক পড়ুয়া আছে যারা প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নেননি৷ ফলে তাদের বিষয়টি ভাববার দাবি করে পড়ুয়ারা৷ তাদের দাবি এ সময়ে পরীক্ষা না নিয়ে প্রমোশন দেওয়ার দাবি করেন তারা৷