Charles-Diana: ৪০ বছর আগের রাজকীয় বিয়ের কেকের টুকরোর নিলাম হবে ১১ আগস্ট

অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। ১৯৮১ সালে এক রূপকথার বিয়ের সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। জন্ম হয় উইলিয়াম ও হ্যারির। চার্লসের সঙ্গে ডায়ানার বিয়ে সুখে-শান্তিতে কাটেনি।

নব্বইয়ের দশকে ডায়ানার পরকীয়া প্রেমের কাহিনি সারা বিশ্বের পত্র-পত্রিকায় ছড়িয়ে পড়ে। চার্লসের বিশ্বাসঘাতকতাসহ নানা কারণে শেষমেশ ১৯৯৬ চালর্স ও ডায়ানার বিবাহ বিচ্ছেদ হয়। চালর্স আবার তাঁর প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে সংসারী হন। ইতিমধ্যেই এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন ডায়ানার।

তবে সাধারণ মানুষের কাছে চিরকালই লাইমলাইটে থেকেছেন চালর্স-ডায়ানা জুটি। এত যুগ পেরিয়ে এসেও এই জুটির আকর্ষণ বিন্দুমাত্র কমেনি।  চার দশক পরে এই রাজকীয় বিবাহে কেকের টুকরো নিলামে ওঠার ঘটনা চালর্স-ডায়ানা জুটিকে আরও একবার লাইমলাইটে নিয়ে এল।

চার্লস-ডায়ানার রাজকীয় বিয়েতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। তার মধ্য থেকে একটি কেকের টুকরা নিলামে তুলছে ব্রিটিশ নিলাম ঘর ডমিনিক উইন্টার অকশনিয়ার্স।

১১ আগস্ট কেকের টুকরাটির নিলাম হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ জানানো হয়েছে,  ৪০ বছর আগের রাজকীয় বিয়ের এই কেকের টুকরাটির ওজন প্রায় ২৮ আউন্স। সোনালি, লাল, নীল, সাদা ও রুপোলি রঙের মিশেলে কেকটি তৈরি হয়।

রাজপরিবারের পক্ষ থেকে এটি পাঠানো হয়েছিল ময়রা স্মিথকে। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের মায়ের জন্য কাজ করতেন। ৪০ বছর ধরে স্মিথ পরিবারের সদস্যরা কেকের টুকরাটি প্লাস্টিকে মুড়ে পুরনো একটি টিনের কৌটায় সংরক্ষণ করেন।

২০০৮ সাল সেটি স্মিথ পরিবারের হাত থেকে নিলাম ঘরে আসে। এরও প্রায় ১৩ বছর পর এসে রাজকীয় বিয়ের কেকের টুকরাটি নিলামে তোলা হচ্ছে। ন্যূনতম ২০০ পাউন্ড বা ২৭৮ ডলার থেকে এটির দাম শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?