Aljazeera: তিউনিসিয়ায় বন্ধ হল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয়

অনলাইন ডেস্ক, ২ আগস্ট।। তিউনিসিয়ায় বন্ধ হলো কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয়। জানা যায়, তিউনিসিয়ার রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে গণমাধ্যমটির ব্যুরো অফিস।

দেশটির গণমাধ্যম ও মানবাধিকারকর্মীরা দেশটির রাজধানী তিউনিসে আল-জাজিরার ব্যুরো অফিস বন্ধ করে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিধ্বস্ত অর্থনীতি ও করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে তিউনিসিয়ায় চলমান রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে দেশটির ইউরোপ ও আমেরিকান সহযোগীরা উদ্বিগ্ন।

এমন অবস্থায় দেশটির ভঙ্গুর অর্থনীতি কীভাবে টিকিয়ে রাখা যায়, তা পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যের প্রধান সহযোগী দেশগুলো।

দেশটিতে বিশৃঙ্খলা বেড়ে গেলে অভিবাসীদের স্রোত আরও বেড়ে যাওয়া নিয়ে ইতালিসহ অধিকাংশ ইউরোপিয়ান দেশগুলো উদ্বিগ্ন। মিসর থেকে সৌদি আরব পর্যন্ত এই অঞ্চলের এক নায়কেরা আশা করছেন চলতি সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ ক্ষমতা গ্রহণের মাধ্যমে দেশটির ইসলামপন্থীদের পরিকল্পনা নস্যাৎ করে দেবেন। এমন পরিস্থিতিতে এক দশক আগে সৃষ্টি হওয়া আরব বসন্ত পুনরুজ্জীবিত হওয়ারও আশঙ্কা করছেন তারা।

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রোববার দেশটির পার্লামেন্ট স্থগিত করেছেন প্রেসিডেন্ট সাইদ। এ ছাড়া দেশটির শীর্ষ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেছেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও সমালোচকেরা এটাকে সামরিক অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন।

দেশটির গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হওয়ায় বিশ্বব্যাপী গণতন্ত্রপন্থীরা বিস্ময় প্রকাশ করেছেন। আফ্রিকার ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে তিউনিসিয়ায় মাত্র ১ কোটি ২০ লাখ মানুষ বসবাস করে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?