স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৩০ জুলাই।। গত ২৬ জুলাই উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ সিপিআই (এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটি, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শুক্রবার দামছড়া এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের মানিকবন্দ আশ্রয় শিবির পরিদর্শনে যান৷
প্রতিনিধি দলে ছিলেন অমিতাভ দত্ত, রাজেন্দ্র রিয়াং, ললিত দেবনাথ, অজিত দাস, কৃষিরুং রিয়াং, সুকেশ নাথ, ললিত রিয়াং, তালচুংরাম হালাম, দেবচান মানিক হালাম, লিয়েনা রাঙ্খল, বিজয় হালাম, অজয় রায়, অজয় মগ, অরুণজয় রিয়াং, ভূবনেশ্বর সিনহা, বাসুদেব সিনহা, যুধিষ্ঠির নাথ, অসিম দাস এবং সঞ্জু দাস৷ প্রতিনিধি দল প্রথমে দামছড়া ফাইকো পাড়া পরিদর্শন করেন৷
সেখানে স্থানীয় লোকজনের সাথে দেখা করেন এবং খোলামেলা কথা বলেন৷ স্থানীয় জনগণ অভিযোগ করেন যে, রাজ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনরকম আর্থিক সাহয্য বা ক্ষতিপূরণ তারা পায়নি৷ তারা অত্যন্ত দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন৷
এলাকার জনগণকে নিজনিজ বাড়ি-ঘরে দ্রুত ফিরিয়ে আনার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি করেন৷ সেখান থেকে প্রতিনিধি দল দামছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কাসকাও পাড়ায় যান৷
সেখানেও প্রতিনিধি দলের সাথে স্থানীয় জনগণ খোলামেলা আলোচনায় অংশ গ্রহণ করেন৷ দীর্ঘসময় ধরে তাদের সমস্যার কথা তুলে ধরেণ৷ সর্বত্র শান্তি বজায় রাখার জন্য আবেদন রাখেন৷ সেখান থেকে প্রতিনিধি দল আসামের পাথারকান্দি সার্কেলের ৪৪৩নং ভিরনেইসিয়েক এলপি স্কুলে যান৷
গত ২৬ জুলাই থেকে এই স্কুলেই দামছড়া এলাকার প্রায় ১৬০ পরিবারের ৭৫০ জনের মত আশ্রয় নিয়েছেন৷ প্রতিনিধি দলের পক্ষ থেকে আশ্রয় শিবিরের শিবিরবাসীদের জন্য বেশকিছু ত্রাণ সামগ্রী শিবির পরিচালকদের হাতে তুলে দেওয়া হয়৷
একটি যুবদল স্থানীয়ভাবে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে আশ্রয় শিবিরে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে চলেছেন৷ আশ্রয় শিবিরবাসীদের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এযাবৎ কোনপ্রকার ত্রাণ, ক্ষতিপূরণ এবং আর্থিক সাহায্য না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়েছে৷