অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। সীমিত ওভারের সিরিজ খেলতে ২০১৮ সালের পর প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২-১৪ সেপ্টেম্বরের মধ্যে কলম্বোয় তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। শুক্রবার এই দ্বিপক্ষীয় সিরিজের বিষয়টি নিশ্চিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড।
লঙ্কা সফরের ব্যাপারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী ফোলেৎসি মোসেকি বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমরা প্রোটিয়াদের জন্য আরেকটি সফর নিশ্চিত করতে পেরে আনন্দিত।’
ভারতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজকে দ.আফ্রিকার প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। উপমহাদেশের কন্ডিশন বুঝতে এই সফর দলের জন্য সহায়ক হবে মনে করেন সিএসএ নির্বাহী প্রধান।তিন বছর আগে শেষবার লঙ্কানদের মাটিতে সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। ২০১৮ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল দ.আফ্রিকা।
ম্যাচের সময়সূচি
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর-প্রথম ওয়ানডে
শনিবার, ৪ সেপ্টেম্বর-দ্বিতীয় ওয়ানডে
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর-তৃতীয় ওয়ানডে
শুক্রবার, ১০ সেপ্টেম্বর-প্রথম টি-টোয়েন্টি
রবিবার, ১২ সেপ্টেম্বর-দ্বিতীয় টি-টোয়েন্টি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর-তৃতীয় টি-টোয়েন্টি