অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ভারত। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও হারলো রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।সেই ক্ষত তরতাজা থাকতেই আবারও খারাপ খবর এল টিম ইন্ডিয়া শিবিরে। করোনা আক্রান্ত হলেন স্পিনার যুজুবেন্দ্র চাহাল ও অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম। এর আগে ২৭ জুলাই কোভিড-১৯ পজিটিভ আসে শ্রীলঙ্কা সফরে থাকা অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার।
পান্ডিয়া পজিটিভ হওয়ায় তার সান্নিধ্যে আসা ছয় খেলোয়াড়— সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মনীষ পান্ডে, পৃথ্বি শ, ঈশান কিষাণ ও দীপক চাহারকে আইসোলেশনে পাঠানো হয়।
যার ফলে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে ভারতকে খর্বশক্তির স্কোয়াড নামাতে হয় লঙ্কানদের বিপক্ষে।ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা আগে জানিয়েছেন, কলম্বো ছেড়েছে টিম ইন্ডিয়া স্কোয়াড। তবে দুজনের করোনা পজিটিভ আসায় তারা এখনো বিমানবন্দরে অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে, দিনের শেষদিকে তারা উড়াল দেবে।