Trinamool Congress: কাঞ্চনপুরে ৬৫ জন তৃণমূল কর্মী গ্রেপ্তার, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৯ জুলাই।।কাঞ্চনপুরে ৬৫ জন তৃণমূল কর্মী গ্রেপ্তারের ঘটনায় মহকুমার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কাঞ্চনপুর মহকুমার কর্মী-সমর্থকরা আচমকা কাঞ্চনপুর বাজারে মিছিল শুরু করেন৷ আগরতলায় আইপ্যাক কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর জন্যই তৃণমূল কর্মীরা মিছিল সংগঠিত করে৷

কিন্তু মিছিল শুরুতেই কাঞ্চনপুর পুরোনো মোটরস্ট্যান্ড এলাকায় বিশাল পুলিশ বাহিনী মিছিল বন্ধ করে দিয়ে সমর্থকদের আটক করে৷ সঙ্গে সঙ্গে কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ সমীর রায় ও মহকুমা পুলিশ আধিকারিক মিছিলের সামনে দাঁড়িয়ে মিছিলে যোগদানকারী তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করেন৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোভিড বিধির কারণে এবং মিছিলের অনুমতি না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ মোট ৬৫ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে কাঞ্চনপুর টাউন হলে অস্থায়ীভাবে আটক করা হয়েছে৷ কয়েক ঘণ্টা পর তাদের মুক্তি দিয়েছে পুুলিশ৷

কাঞ্চনপুর মহকুমার তৃণমূল নেতা সুশেন নাথ অভিযোগ করেন, গত ১৯ জুলাই প্রদ্যোত কিশোর দেববর্মা লালজুরি বাজারে পাঁচ হাজার লোক জড়ো করে মিছিল  ও সভা করেন পুলিশের সামনে৷ কিন্তু তখন কোভিডের আইন লাগু হয় না৷ অথচ জনা পঞ্চাশেক লোক নিয়ে মিছিল করতেই কোভিডের অজুহাতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে৷

তাঁর মতে সরকারের দ্বিচারিতা তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে সরকার৷ তাই এভাবে হেনস্থা করা হচ্ছে৷ এদিকে, রাজ্য বিধানসভার প্রাক্তন সদস্য সুবল ভৌমিক তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই কাঞ্চনপুর মহকুমায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে৷

সন্ধ্যা ঘনিয়ে আসতেই যখন সুবল ভৌমিকের যোগদানের খবর আসে সঙ্গে সঙ্গে মহকুমার কিছু কিছু এলাকায় ব্যাপক বাজি ফুটেছে৷ কোথাও কোথাও ‘‘সুবল ভৌমিক আগে বাড়ো হাম তুমারা সাথ হ্যায়’’ স্লোাগন উঠেছে৷

সব মিলিয়ে হঠাৎ করে কাঞ্চনপুরের রাজনৈতিক পরিবেশ ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে৷ যা কিনা আগামী দিন বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন মহকুমার রাজনৈতিক মহল৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?