অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। পেরুর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো কাস্তিলো। পেশায় তিনি একজন চাষি ও প্রাক্তন স্কুলশিক্ষক। করোনা মহামারি এবং গভীর অর্থনৈতিক সংকটের মধ্যেই বুধবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন পেদ্রো। এর আগে ভোটের একমাসেরও বেশি সময় পর তাকে বিজয়ী ঘোষণা করে কমিশন। দেশটির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভোট গণনা।
তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। এ ছাড়া কলম্বিয়ার ইভান ডুক এবং চিলির সেবাস্তিয়ান পিনেরাসহ ছয় দেশের প্রেসিডেন্ট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মার্কিন শিক্ষামন্ত্রী মিগুয়েল কার্ডোনা এবং বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো মোরালেসও এতে উপস্থিত ছিলেন। বামপন্থী ও রক্ষণশীল হিসাবে চিহ্নিত পেরুভিয়ার পার্বত্য অঞ্চলের ৫১ বছর বয়সী কৃষক, শিক্ষক ও ইউনিয়ন নেতা পেদ্রো কাস্তিলো তার শপথ অনুষ্ঠানে বলেন, ‘শপথ নিচ্ছি যে, আমি ২০২২-২৬ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করব।
আমি একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করব।’ মূলত গ্রাম অঞ্চলের দরিদ্রদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা পেদ্রো কাস্তিলোর জাতীয় রাজনীতিতে তেমন অভিজ্ঞতা নেই। ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০০২ সালে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পেতে ব্যর্থ হয়েছিলেন। ২০১৭ সালে বেতন সংক্রান্ত শিক্ষক ধর্মঘটের সময় তার নাম আবারও আলোচনায় ওঠে।