অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। চীনের এক বিশিষ্ট বিলয়নিয়ারকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটিতে স্পষ্টভাষী করপোরেট ব্যক্তিদের সাজা দেওয়ার সর্বশেষ উদাহরণ হলেন সান দাও নামের এই ধনকুবের।
কারাদণ্ড ছাড়াও তাকে শাস্তিস্বরূপ ৩.১১ মিলিয়ন ইয়ান বা ৪৭৮,৬৯৭ মার্কিন ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে।সানের বিরুদ্ধে ‘বিবাদে জড়ানো ও উত্তেজনা উসকে দেওয়ার’ অভিযোগ পেয়েছে চীন।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো হলো— অবৈধভাবে কৃষি জমি দখল, সরকারি স্থাপনায় হামলার জন্য গণ জমায়েত এবং সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া।তিনি এর আগে মানবাধিকার ও রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রসঙ্গে কথা বলেছিলেন।
৬৭ বছর বয়সী এই বিলয়নিয়ার উত্তর প্রদেশের হাবেইতে চীনের অন্যতম বৃহত্তম বেসরকারি কৃষি ব্যবসা পরিচালনা করতেন।সরকার পরিচালিত এক ফার্মের সঙ্গে দ্বন্দ্বের কারণে গত বছর তার ২০ আত্মীয় ও ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে আটক হন সান।
ওই সময় তিনি জানান, পুলিশের সঙ্গে ঝামেলায় তার ডজনখানেক কর্মী আহত হয়েছেন।সান তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে একজন ‘কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য’ বলে দাবি করেন।