Delta Variant: ডেল্টার প্রকোপে নতুন নির্দেশনা, দুই ডোজ টিকা নেওয়া থাকলেও মাস্ক পরতে হবে

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। করোনার ভারতীয় ধরন ডেল্টার প্রকোপে নতুন নির্দেশনা এসেছে যুক্তরাষ্ট্রে। দুই ডোজ টিকা নেওয়া থাকলেও মাস্ক পরতে হবে। বিশেষ করে কোনো ইনডোর অনুষ্ঠান বা করোনার ঝুঁকি আছেন এমন এলাকায় এ বিধি মানতে বলা হচ্ছে। এ সিদ্ধান্ত নিয়েছে সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি।

গত সপ্তাহে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৮০ শতাংশ ডেল্টায় আক্রান্ত।

মঙ্গলবার এক ঘোষণায় বলা হয়, যাদের দুটি ভ্যাকসিন নেওয়া হয়েছে, তাদেরও আবার মাস্ক পরতে হবে। করোনা আবার ছড়াচ্ছে বলে আগের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে সিডিসি।

সংস্থাটির পরিচালক বলেন, যারা দুটি ডোজ নিয়েছেন, তারাও করোনার ভাইরাস ছড়াতে পারেন। আমেরিকার বেশ কিছু রাজ্য ও বিশ্বের কয়েকটি দেশের তথ্য বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

সিডিসির সুপারিশ, যারা ঘরের ভেতরে কাজ করেন, বিশেষ করে শিক্ষক, ছাত্র, সরকারি, বেসরকারি কর্মী, স্কুল বা অফিসে যারা বাইরে থেকে আসেন তাদের মাস্ক পরতে হবে।

পরে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা যেখানে ছড়াচ্ছে, সেখানে মানুষকে সিডিসির নতুন নির্দেশ পালন করতে হবে। তিনি নিজেও এই নীতি মানবেন বলে জানিয়ে দিয়েছেন।

আরও বলেন, সিডিসির নতুন নীতি থেকে এটাও বোঝা যাচ্ছে, সবাইকে দ্রুত টিকা নিতে হবে।

করোনার অধিকাংশ সময়েই সিডিসি আমেরিকার মানুষকে মাস্ক পরতে বলেছে। ঘরের বাইরে যখন অন্যের থেকে দূরত্ব ৬ ফুটের কম থাকবে তখন মাস্ক অবশ্যই পরতে হবে বলে জানিয়েছিল।

গত এপ্রিলে সিডিসি এই কড়াকড়ি শিথিল করে। তখন জানায়, যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের আর মাস্ক পরার দরকার নেই। খুব ভিড়ের জায়গায় গেলে তবেই মাস্ক পরতে হবে, না হলে নয়।

পরে মে মাসে আবার নিয়মের পরিবর্তন করা হয়। তখন বলা হয়, বাইরে ভিড়ের মধ্যে এবং বদ্ধ জায়গাতেও আর মাস্ক পরার দরকার নেই। শুধু বাস, প্লেন এবং হাসপাতালে মাস্ক পরতে হবে।

যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড়ে ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে ২৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ৫০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?