অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। করোনার সময় সুপ্রিম কোর্ট পাবলিক প্লেস এবং রাস্তায় ভিক্ষা নিষিদ্ধ করতে অস্বীকার করেছে। কোভিডকালে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য আবেদন জানিয়েছিলেন দুই আইনজীবী৷
এর শুনানিতে শীর্ষ আদালত বলেছে, সুপ্রিম কোর্টের কাছ থেকে দরিদ্রদের প্রতি এ জাতীয় মনোভাব পোষণ আশা করা উচিত নয়। এলিটদের কথাতে সুপ্রিম কোর্ট এমন রায় দিতে পারে না৷ ভিক্ষুকদেরও জীবিকা নির্বাহ করার অধিকার রয়েছে৷
তাই তাদেরকে ভিক্ষা করা থেকে বিরত রাখার আদেশ দিতে পারে না শীর্ষকোর্ট৷ তবে করোনা কালে তাদের টিকাকরণ, সুচিকিৎসার প্রতি খেয়াল রাখতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি শাহের বেঞ্চ৷
তবে এই আবেদনের উদ্দেশ্য ছিল ভিক্ষুকদেরকে করোনার হাত থেকে বাঁচানো৷ তাই তাদের এ কাজ থেকে বিরত রেখে পুনর্বাসন করা যায় কি না বিবেচনা করতে বলেন আবেদনকারীরা৷
এ সম্পর্কে বিচারপতিরা বলেন, আবেদনের প্রথম অংশটি বলছে ভিক্ষুকদের অপসারণের জন্য। এটি পরিষ্কার যে এই আদালত ভিক্ষা নিষিদ্ধ করার কোনও আদেশ পাশ করবে না। তবে বাকি আবেদন বিবেচনা করা যেতে পারে।
এই মন্তব্যের পরে বিচারপতিরা ভিক্ষুক ও গৃহহীন মানুষকে করোনার হাত থেকে বাঁচানো, চিকিৎসার সুবিধা প্রদান, তাদের টিকা দেওয়া ও পুনর্বাসনের মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্র এবং দিল্লি সরকারকে নোটিশ জারি করেন৷
আদালত সলিসিটার জেনারেল তুষার মেহতাকেও এই বিষয়ে সহায়তা করতে বলেছে। মামলার পরবর্তী শুনানি ২ সপ্তাহ পরে৷