স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ আগস্ট।। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের একাংশের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসবাদীদের এই তৎপরতা বৃদ্ধি বলে জানা গেছে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে সন্ত্রাসবাদীরা তাদের শক্তি পরীক্ষা করার জন্য বিভিন্ন স্থানে জড়ো হচ্ছে বলে জানা গেছে।গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এ ধরনের সুনির্দিষ্ট খবর থাকার পরিপ্রেক্ষিতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে তথাকথিত সন্ত্রাসবাদীরা আনাগোনা বৃদ্ধি করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিশেষ করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের কোথাও যাতে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ সন্ত্রাসবাদীরা সংগঠিত করতে না পারে সেজন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাঘনা সীমান্তে বিএসএফের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সোমবার সকাল থেকেই সীমান্ত এলাকায় বিএসএফের টহল বাড়ানো হয়েছে। বিএসএফের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে সন্ত্রাসবাদীরা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছে। সুযোগ পেলে তারা যেকোনো জায়গায় হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত করতে পারে বলেও খবর রয়েছে।এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দেশের স্বাধীনতা দিবসকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমত হিংসাত্মক কার্যকলাপ চালানোর চক্রান্তে লিপ্ত হচ্ছে।তাদের যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে দিতে বিএসএফ এবং নিরাপত্তা বাহিনীর প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গত কয়েক বছর ধরে রাজ্যের কার্যকলাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সন্ত্রাসবাদীরা নির্মূল হয়ে যায়নি। তারা তাদের অস্তিত্বের প্রমাণ দিতেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুনরায় গর্জে ওঠার চেষ্টা চালাচ্ছে।
গত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদীরা বিশেষ করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাদের তৎপরতা বৃদ্ধি করে দেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করার ডাক দিয়ে আসে। এবছর সন্ত্রাসবাদীরা একই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রটি আরো জানিয়েছে সন্ত্রাসবাদীরা নতুন নতুন সদস্য সংগ্রহ করে তাদের কার্যকলাপ বৃদ্ধি করার চক্রান্ত শুরু করেছে।