অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। ওপেনার পৃথ্বী শ ও মিডল অর্ডার ব্যাটসম্যান সুর্যকুমার যাদবকে ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে ডাকা হয়েছে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে স্কোয়াডে যোগ দেবেন তারা। এক বিবৃতিতে বিসিসিআই বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ৪ আগস্ট। পৃথ্বী ও সুর্যকুমার এখন শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। কবে নাগাদ তারা ইংল্যান্ড সফরে যোগ দেবেন, সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ভারতীয় বোর্ডের পক্ষে।
পেসার আভেশ খান ছিলেন চারজনের রিভার্জ দলে। চোটের কারণে ছিটকে গেছেন তিনিও। অন্যদিকে অভিমন্যু ইশ্বরনকে রিজার্ভ স্কোয়াড থেকে মূল স্কোয়াডে নেওয়া হয়েছে। করোনা থেকে সেরে ওঠা রিশভ পন্তও আছেন মূল দলে।
ইংল্যান্ড সফরের ভারত টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, রিশভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ইশ্বরন, পৃথ্বি শ, সূর্যকুমার যাদব।
রিজার্ভ খেলোয়াড়: প্রসিধ কৃষ্ণা, আরজান নাগওয়াসওয়াল্লা।