অনলাইন ডেস্ক, ২৬ জুলাই।। কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের পাশে থেকে আগেই মোদি সরকারের বিরুদ্দে হুঙ্কার দিয়েছিলেন রাহুল গান্ধী। এবার স্বশরীরে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন তিনি। সোমবার ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে আসেন রাহুল গান্ধী। এদিন তাঁর ট্রাক্টরের সামনের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কৃষক বিরোধী তিনটি কালো আইন প্রত্যাহার করুন।’
প্রসঙ্গত, জানুয়ারি মাসের প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নামে কৃষকেরা। এর পর অনেক ঝড় বয়ে গেছে। কেন্দ্র ও কৃষকদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি।
এদিন রাহুল গান্ধী সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগ দেওয়া কংগ্রেসের বাকি নেতা-কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
রাহুল যদিও এদিন মোদি সরকারের বিরুদ্ধে ফের তোপ দেগে বলেন, ‘দেশের অন্নদাতাদের অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার। কৃষকদের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের কয়েক জন শিল্পপতির পকেট ভরাতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু আমরা ছেড়ে কথা বলব না। কৃষক স্বার্থ বিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে।’
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সোমবার থেকেই দিল্লির যন্তরমন্তরে চলছে ধরনা। সংযুক্ত কিষান মোর্চা-সহ একাধিক সংগঠনের নেতৃত্বে দিল্লি সীমানায় বিক্ষোভ চলছে অনেক আগে থেকেই। এদিন সেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করলেন রাহুল গান্ধী।