শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিকের উত্তর পত্র পুনঃমূল্যায়ণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ আগস্ট।। শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিকের উত্তর পত্র পুনঃ মূল্যায়নের কাজ। ফলাফল প্রকাশের পর কোন পরীক্ষার্থীর নির্ধারিত বিষয়ের প্রাপ্ত নাম্বার মনোপ্যুত না হলে উত্তর পত্র পুনঃ মূল্যায়নের জন্য আবেদন করতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট ফি দিয়ে সর্বোচ্চ তিনটি বিষয়ের উত্তর পত্র পুনঃ মূল্যায়ন করতে পারে। ফল প্রকাশের ৫ দিনের মধ্যে এই আবেদন জানানো যেতে পারে।

সেই আবেদনের উপর ভিত্তি করে উত্তর পত্র পুনঃ মূল্যায়নের কাজ শুরু হয়েছে। এবার প্রায় ৫ হাজার ছাত্র ছাত্রী আবেদন করেছে। কিন্তু উত্তর পত্র পুনঃ মূল্যায়ন করা হবে ১৭ হাজার ৮২ টি। প্রায় ১০০ জন শিক্ষক- শিক্ষিকা এই কাজে নিযুক্ত করা হয়েছে। এই উত্তর পত্র পুনঃ মূল্যায়নের কাজ শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। কিন্তু এতদিন লাগাবে না। মাঝে বেশ কিছু ছুটি পড়ে যাওয়ায় উত্তর পত্র পুনঃ মূল্যায়নের প্রক্রিয়া একটু দীর্ঘ হবে। পরিকল্পনা রয়েছে এই মাসের মধ্যে উত্তর পত্র পুনঃ মূল্যায়নের কাজ সম্পন্ন করে পুনরায় ফল প্রকাশ করা। এরপর রয়েছে পরীক্ষার্থী আগ্রহী হলে উত্তর পত্র দেখতে পারে।

তবে তাঁর জন্য পৃথক ভাবে ফি দিতে হবে তাদের। এটা নিয়ম রয়েছে। দেখা গেছে উত্তর পত্র পুনঃ মূল্যায়নের পর মার্কস বারে। তবে খুব সামান্য নাম্বারের পরিবর্তন হয়। কিন্তু একটা নির্দিষ্ট মার্কের বেশি নাম্বার পেলে সেই খাতা পুনরায় দেখবে মুখ্য খাতা পরীক্ষক। তাঁর অনুমোদন নিয়ে সেই নাম্বার দেওয়া হবে। যাতে করে ছাত্র ছাত্রীরা কোন দোদ্যুল্য মানতায় না ভোগে। একই সঙ্গে পর্ষদের কাজ কর্ম নিয়ে যাতে প্রশ্ন না ওঠে সেই দিকে বিশেষ নজর রাখা হয়। এক সাক্ষাৎকারে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডাঃ ভবতোষ সাহা। উত্তর পত্র পুনঃ মূল্যায়নের কাজ শেষ হলে বছর বাঁচাও এর পরীক্ষা নেওয়া হবে।

আগামী সেপ্টেম্বর মাসে এই বছর বাঁচাও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?