স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জুলাই।।
রাজ্যের ১৮ ঊর্ধ্ব নাগরিকদের ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ জুলাই রাজব্যাপী বিশেষ অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে।
১৮ বছরের ঊর্ধের সকল নাগরিকদের অনুরোধ করা হচ্ছে কো-উইন অ্যাপ (cowin.gov.in) এর মাধ্যমে নিজেদের কোভিড টিকাকরণের স্লট বুকিং নিশ্চিত করতে।
নিকটবর্তী টিকাকরণকেন্দ্রে গিয়ে টিকাগ্রহণ করে নিজেদের সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। কোভিড টিকাকরণের এই বিশেষ অভিযান কর্মসূচিতে ১৮ বছর ও তার ঊর্ধ্বে প্রত্যেকেই এই পরিষেবা গ্রহণ করতে পারবে।
সম্পূর্ণ বিনামূল্যেই সকলের জন্য এই টিকাকরণ অভিযান। রাজ্যে আটটি জেলাতেই কোভিড টিকাকরণ কেন্দ্রে এই অভিযানে টিকাকরণ করা হবে।
রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ কোভিড টিকাকরণ অভিযান সফল করতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
এই অভিযান সফল করতে জেলা থেকে ব্লকস্তর পর্যন্ত রাজ্য প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের বিশেষ উদ্যোগ নেওয়ার উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন৷