India Vs Sri Lanka: সূর্যকুমার ও ভুবনেশ্বর কুমার এর নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করল ভারত

অনলাইন ডেস্ক, ২৫ জুলাই।। ব্যাট হাতে সূর্যকুমার যাদব আলো ছড়ালেন। বল হাতে নজর কাড়লেন ভুবনেশ্বর কুমার। এই দুইয়ের নৈপুণ্যে ওয়ানডে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করল ভারত।কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার ৩৮ রানের জয় তুলে নেয় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল।

টস হেরে ব্যাট করতে নামা ভারত এদিন ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি গড়েছিল। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।১৬তম ওভারে ৪ উইকেটে ১১১ রান ছিল লঙ্কানদের। সেখানে থেকে মাত্র ১৫ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি।

ভুবনেশ্বর কুমার ৩.৩ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকারে হন ম্যাচসেরা। ২ উইকেট পেয়েছেন দীপক চাহার।লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অভিষিক্ত চারিথ আসালঙ্কা। ২৬ বলে ৩টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান তিন।

এর আগে ভারতের পক্ষে ফিফটি হাঁকান সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ঠিক ৫০ রান করেন তিনি। অধিনায়ক শিখর ধাওয়ান ৩৬ বলে ৪৬ রান করেন ৪ চার ও ১ ছক্কায়।লঙ্কানদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?