স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ আগস্ট।। পশ্চিমবঙ্গে বিএড কোর্সে পাঠরত জনজাতি অংশের বহু ছাত্র-ছাত্রী তাদের স্কলারশিপের টাকা এখনো পায়নি। ফলে বর্তমানে তারা নানান সমস্যার সন্মুখিন। অপরদিকে রাজ্যের বিভিন্ন কলেজে পাঠরত জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের মধ্যে একাংশ এখনো তাদের স্কলারশিপের টাকা পায়নি।
এই পরিস্থিতিতে বকেয়া স্কলারসিপের টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হল জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা। এইদিন জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা রাজধানীর গুর্খাবস্তিস্থিত উপজাতি কল্যাণ দপ্তরের সন্মুখে সকাল থেকে সমবেত হতে থাকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
পরবর্তী সময় দপ্তরের অধিকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে এক প্রতিনিধি দল অধিকর্তার সাথে দেখা করে। এবং তাদের দাবি সম্পর্কে অধিকর্তাকে অবগত করে। প্রতিনিধি দলের এক সদস্য তাদের দাবি সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের অবগত করে।