স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৫ জুলাই।। ধলাই জেলার গন্ডাছড়া বাজার সংলগ্ন নির্মীয়মান সেতুর কাজ সরেজমিনে পরিদর্শন করলেন এমডিসি ভূমিকা নন্দ রিয়াং। শনিবার নির্মীয়মান সেতু পরিদর্শন করতে গিয়ে নির্মাণ কাজে নিযুক্ত ঠিকেদারি সংস্থাকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য বলেছেন।
গন্ডাছড়া ছড়ার উপর নির্মিয়মান পাকা সেতুর কাজ শনিবার ঘুরে দেখলেন এমডিসি ভুমিকানন্দ রিয়াং। এদিন তিনি এলাকার সমাজসেবীদের সাথে নিয়ে গন্ডাছড়া মহকুমা এলাকার সবচেয়ে বড় পাকা সেতুর কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য ,গন্ডাছড়া পূর্ত দপ্তর থেকে চার বছর আগে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পাকা সেতুর কাজটি শুরু করে। মাঝখানে কিছু দিন কাজ বন্ধ থাকার পর বর্তমান সরকারের সময়ে আবার দ্রুতগতিতে কাজ শুরু হয় এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
গন্ডাছড়া- রইস্যাবাড়ি রোডের গন্ডাছড়া শহর লাগোয়া গন্ডাছড়া ছড়ার উপর নির্মিয়মান পাকা সেতুর কাজটি শেষ হলে খুব সহসাই রইস্যাবাড়ি সহ বোয়ালখালি,তুইচাকমা, নারিকেলকুঞ্জ, পঞ্চরতন,রতননগর,দলপতি এলাকার বিশাল সংখ্যক মানুষ যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এটি ডুম্বুর জলাশয় নারিকেল কুঞ্জের পর্যটন ক্ষেত্রে যাওয়ারও মেইন রাস্তা।
ফলে সেতুর কাজ শেষ হলে পর্যটকরাও এই রাস্তা ধরে খুব সহসাই যাতায়াত করতে পারবেন। সেতু নির্মাণ কাজে কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেনএমডিসি ভুমিকানন্দ রিয়াং।