হাসপাতালে অপারেশন করাতে যাওয়া এক রোগীর শরীরে করোনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ আগস্ট৷৷ বুধবার আইএলএস হাসপাতালে অপারেশন করাতে যাওয়া এক রোগীর শরীরে করোনা পজিটিভ ধরা পরার পর ঐ রোগীকে নির্মমভাবে আইএলএস হাসপাতাল থেকে বের করে দেয়া হয়৷ শেষ পর্যন্ত করোনা পজিটিভ ঐ রোগীকে জিবি হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়৷

রোগীর সঙ্গে আসা অপর দুই জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষে এই ধরনের আচরণে রোগীর আত্মীয় পরিজন সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল হিসেবে নাম রয়েছে আইএলএস হাসপাতালের৷

হাসপাতালের অপারেশন করাতে আসা রোগীর করোনা পজিটিভ ধরা পড়ার পর রোগীর পরিবারের লোকজনদের সঙ্গে কোনো ধরনের সৌজন্যতা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷ যেকোনো হাসপাতালেই রোগীর চিকিৎসা করানো অন্যতম দায়িত্ব ও কর্তব্য৷

রাজ্যের অন্যতম রেফারেল বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন৷ অবিলম্বে আইএলএস হাসপাতালেও করোনা চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে দাবি উঠেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?