Illegal: আইনের তোয়াক্কা না করে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি উভয় স্থানেই রেশন কার্ডে মহিলার নাম

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুলাই।। সরকারি নিয়ম নীতি ও আইন কানুনের তোয়াক্কা না করে একই ব্যক্তির নাম দুই জায়গায় অন্তর্ভুক্ত করে দিব্যি রেশন সামগ্রী তুলে নেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনমালা এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

এক দেশ এক রেশন কার্ড।এটা সরকারের কথা।তার মানে একজন ব্যক্তির নাম শুধুমাত্র একটি রেশন কার্ডেই থাকবে। আইন তাই বলছে। কিন্তু খুব ঠান্ডা মাথায় সরকারি সুযোগ সুবিধা পাবার লোভে দুটি রেশন কার্ডেই নাম তোলা হয়েছে এক মহিলার।

এই অবাক করার মত ঘটনা সদর মহকুমার ডুকলী আর ডি ব্লকের কাঞ্চনমালা এলাকায়। উল্লেখ্য বিগত ১২ বছর আগে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের জ্যোৎস্না সরকারের মেয়ে মনিকা সরকারের কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার ঝুলন বিশ্বাসের ছেলে পরেশ বিশ্বাসের সাথে বিয়ে হয়।

আইনের নিয়ম অনুসারে বিয়ের পরেই জ্যোৎস্না সরকার তার মেয়ে মনিকা সরকারের নাম রেশন কার্ড থেকে কেটে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেটা করেননি ।উনার মেয়ের বিয়ের ১২ বছর পার হলেও উনার মেয়ের নাম রেশন কার্ডে রেখে দিলেন শুধুমাত্র সরকারি সুযোগ সুবিধা পাওয়ার লোভে।

কিন্তু অবাক করার বিষয় হলো মনিকা সরকারের শাশুড়ি ঝুলন বিশ্বাস তৎকালীন বাম আমলে কিছু নেতাদের হাত করে ডিলেশন সার্টিফিকেট ছাড়াই উনার পুত্রবধূ মনিকা সরকারের নাম তুলে নিয়েছেন। কিন্তু তা কী করে সম্ভব? হ্যাঁ সেটাই সম্ভব আর সেটাই প্রমাণ করে দিলেন ঝুলন বিশ্বাস।

বর্তমানেও জ্যোৎস্না সরকার উনার মেয়ের নামে রেশন সামগ্রী গিলে খাচ্ছেন, আর অন্যদিকে ঝুলন বিশ্বাসও উনার পুত্রবধূ মনিকা সরকারের নামে অবৈধভাবে রেশন সামগ্রী গিলে খাচ্ছেন। তা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এলাকার শুভবুদ্ধি মহলের দাবি এত বড় একটি অপরাধের জন্য জ্যোৎস্না সরকার এবং ঝুলন বিশ্বাসের বিরুদ্ধে সদর মহকুমা প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

যাতে করে এই ধরনের অবৈধ কাজ পরবর্তী সময়ে কেউ করতে না পারে। এখন দেখার বিষয় হল সদর মহকুমা শাসক এই দুই রেশন কার্ডের কার্ড হোল্ডারদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?