অনলাইন ডেস্ক, ২৪ জুলাই।। ধনকুবের জেফ বেজোস মহাকাশে যাওয়ার পর তাকে মহাকাশ বিজ্ঞানীদের সমমর্যাদায় সম্বোধন করছিলেন কেউ কেউ। এই আলোচনায় জল ঢেলে মার্কিন প্রশাসন জানিয়েছে, এখনো তাকে নভোচারী বলার সময় আসেনি।
দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশেনের তথ্য অনুযায়ী, নভোচারীদের অবশ্যই ফ্লাইট ক্রুর অংশ হতে হবে এবং মহাকাশযানের সুরক্ষায় অবদান থাকতে হবে।
বিবিসি বলছে, তার মানে জেফ বেজোস এবং স্যার রিচার্ড ব্র্যানসন যুক্তরাষ্ট্র সরকারের নভোচারী খেতাব এখনই পাচ্ছেন না।
মঙ্গলবার কমার্শিয়াল অ্যাস্ট্রনাউট উইংসের প্রোগ্রাম আপডেট করা হয়। ওই দিনই অ্যামাজন বস বেজোস ব্লু অরিজিন রকেটে মহাকাশে যান। ব্র্যানসন যান ১১ জুলাই।
ব্যবসায়িক নভোচারীর খেতাব পেতে গেলে মহাকাশে যাওয়া ব্যক্তিকে অবশ্যই আর্থ সারফেইস থেকে ৫০ মাইল দূরে যেতে হবে।
বেজোস এবং রিচার্ডসন দুজনই সেটি অর্জন করেছেন। একই সঙ্গে ফ্লাইটের সময় পরিচালনায় অংশ নিতে হবে অথবা সুরক্ষায় অবদান রাখতে হবে।
নতুন সংজ্ঞার বিষয়বস্তু ব্যাখ্যা করে এফএএ বিবৃতিতে বলেছে, ‘মহাকাশে ঘুরে আসা জেফ বেজোস এবং স্যার রিচার্ড ব্রানসন ৫০ মাইলের এই নিয়ম মানলেও তারা ওই ফ্লাইটের ক্রু ছিলেন না এবং নতুন নির্ধারিত অন্যান্য শর্তও তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তাই নতুন নিয়মে তারা মহাকাশচারী নন। পাশাপাশি মহাকাশচারীদের যে বিশেষ সম্মাননা দেয় এফএএ, নতুন নিয়মের কারণে তার মনোনয়ন পাওয়ার যোগ্যতাও হারালেন এই দুই ধনকুবের।’