#TokyoOlympics : সমস্ত শঙ্কা পেছনে ফেলে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের

অনলাইন ডেস্ক, ২৩ জুলাই।। সমস্ত শঙ্কা পেছনে ফেলে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের। টোকিও অলিম্পিকের উদ্বোধন ঘোষণা করেন জাপানের রাজা নারুহিতো।

গত বছর হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে শুরু হলো অলিম্পিক। আগের সেই জাঁকজমক, দর্শক না থাকলেও বর্ণিল আলোকসজ্জা ও আয়োজক দেশ জাপানের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্য দিয়ে পর্দা উঠল এবারের আসরের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন কেবল ৯৫০ জন। প্রধান অতিথি হিসেবে আছেন জাপানের সম্রাট নারুহিতো। অল্প কিছু অ্যাথলেট মাস্ক পরিহিতি অবস্থায় জীবাণু-বিহীন ফ্ল্যাগ নিয়ে উপস্থিত হন বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে।

অনুষ্ঠানে, করোনা মহামারিতে প্রাণ হারানোদের উদ্দেশ্যে শুরুতেই সমবেদনা জানিয়ে নীরবতা পালন করা হয়।

এক বছর পেছালেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবারও অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। খোদ আয়োজক দেশ জাপানের অনেকে তার বিরোধিতা করেন।

তার মধ্যে শুরুর আগে অলিম্পিক ভিলেজে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার ফলে আসর বাতিল হওয়ার গুঞ্জনও চলে। তবে শেষ পর্যন্ত গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার মধ্য দিয়ে স্বস্তি ফিরল ক্রীড়াপ্রেমীদের মনে।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলেটদের প্যারেড শুরুর আগে ভার্চ্যুয়ালি অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা দেওয়া হয়। এরপর মার্চ পাস্টে অংশ নেয় অংশগ্রহণকারী দেশগুলো।

এবার ১১ হাজারের বেশি সংখ্যক অ্যাথলেট অংশ নিচ্ছে টোকিও অলিম্পিকে। ৩৩টি খেলার ৫০টি ডিসিপ্লিনে ৩৩৯টি ইভেন্ট তথা স্বর্ণপদকের জন্য লড়বেন প্রায় ২০৫টি দেশের ১১ হাজার ৩২৪ জন ক্রীড়াবিদ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?