অনলাইন ডেস্ক, ২৩ জুলাই।। করোনা আক্রান্ত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। খবর মার্কা’র।
পরীক্ষা নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে ৩৩ বছর বয়সী তারকাকে। ফল নেগেটিভ এলে সতীর্থদের সঙ্গে প্রাক-মৌসুমের অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।
ফ্রান্সের হয় সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ শেষে শুক্রবার (২৩ জুলাই) রিয়াল মাদ্রিদে ফেরার কথা বেনজেমার।
ফরাসি ফরোয়ার্ডের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি লস ব্লাঙ্কোসরা। যার কারণে এটা অপরিষ্কার যে, তার কোনো কোভিড-১৯ উপসর্গ রয়েছে কিনা বা তিনি সম্পূর্ণ রোগী, তা জানা।