স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। রাজধানীর আই জি এম হাসপাতালের প্রবেশের পাশে রাস্তার ধারে নোংরা আবর্জনা ফেলে রাখা হয়। যার থেকে দুর্গন্ধ বের হয়। জে কারনে হাসপাতালে আশা রোগীর আত্মিয় পরিজনেরা সমস্যা পড়েন। বেসরকারি এক নিরাপত্তা রক্ষী বলেন তাদের কষ্ট হচ্ছে সব চাইতে বেশি।
রোগীর আত্মিয় পরিজন নাক ধেকে কোন ক্রমে ভেতরে প্রবেশ করে যায়। কিন্তু তাদের এই স্থানে দাঁড়িয়ে কাজ করতে হয়। সে কারনে তারা কষ্টের মধ্যে আছেন। হাসপাতালের রোগীদের চিকিৎসা কাজে ব্যহহৃত সামগ্রী এবং ওটির সামগ্রী এনে ফেলায় এই দুর্গন্ধ ছড়িয়েছে।
এই বিষয়ে বহু বার বলার পরেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। এতে করে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্গন্ধ আশপাশে ছড়াচ্ছে বলে জানান তিনি। নিয়মিত সাফাই না হওয়ায় আবর্জনার স্তুপ জমে এই দুর্গন্ধ ছাড়াচ্ছে বলে ক্ষোভ জানান অনেকেই।