স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহক সর্বজিৎ রানার একাউন্ট থেকে চার বারে মোট ৭৫ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগ ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের গুর্খাবস্তী শাখার গ্রাহক তিনি। আচমকা তাঁর কাছে এস এম এস আসে একাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার।
সেই মোতাবেক মঙ্গলবার ব্যাঙ্কে যান সর্বজিৎ রানা। পাস বই আপডেট করাতেই লক্ষ্য করেন চার বারে এই ৭৫ হাজার টাকা গায়েব হয়েছে তাঁর একাউন্ট থেকে। তিন বার ২০ হাজার টাকা এবং এক বার ১৫ হাজার টাকা তোলা হয়েছে একাউন্ট থেকে। এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ্যের সঙ্গে কথা বলেন ভোক্তা সর্বজিৎ রানা। কিন্তু ব্যাঙ্ক থেকে জানিয়ে দেওয়া হয় এই টাকা তিনি নিজেই তুলেছেন।
তাঁর দাবি যেই স্বাক্ষর করা হয়েছে তা তাঁর নয়। অন্য কেউ স্বাক্ষর করে এই টাকা তুলেছে। কিন্তু ব্যাঙ্ক এই দাবি মানতে নারাজ। ব্যাঙ্কের মধ্যে সিসিটিভি নেই। নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই নিয়ে ক্ষোভ জানান ভোক্তা সর্বজিৎ রানা। অন্যদিকে শাখা সঞ্চালক সুমন দেববর্মা জানান ভোক্তা এসে অভিযোগ জানান। কিন্তু ব্যাঙ্কের যাবতীয় কাগজ তাঁকে দেখানো হয়েছে। সেই খানে স্পষ্ট তিনি চার ধাপে স্বাক্ষর করে এই টাকা তুলেছেন।
কিন্তু এই বিষয়টি ভোক্তা মানতে ছাইছেন না। তাঁর পরেও বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ্যের কাছে পাঠানো হবে। তারাই বিষয়টি তদন্ত করে দেখবে। তবে ব্যাঙ্কে সিসিটিভি নেই বলে শিকার করে নেন শাখা সঞ্চালক সুমন দেববর্মা। প্রায় ১২ বছর এই শাখাটি খোলা হলেও সিসিটিবি না থাকায় একাধিক প্রশ্ন উঠেছে। এই ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে।