স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২২ জুলাই।। বাম আমল গিয়ে রাম আমল এসেছে কিন্তু পরিবর্তন আর হলো না। সাধারন মানুষ অনেক আশা করে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল কিন্তু দিন যতই যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না।
বাম আমলেও বিশালগড়ের বিভিন্ন এলাকায় বিদ্যুতের সমস্যা ছিলো। তবে বর্তমানে রাম আমল চলছে কিন্তু বিদ্যুতের সমস্যা দূর হলো না।
বিশালগড়ে বিদ্যূৎ সমস্যা নতুন নয়। কিছু দিন পর পর বিশালগড়ের বিভিন্ন এলাকার এলাকাবাসীরা বিদ্যুতের সমস্যায় ভুগছে। জানা যায় বিশালগড়ের বিভিন্ন এলাকায় দিনের পর দিন লোড শেডিং দিয়েই যাচ্ছে যার দরুন ভোগান্তির স্বীকার সাধারন মানুষ।
এবার আসা যাক মূল খবরে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমার নেহালচন্দ্র নগর বাজারের বিদ্যুৎ নিগম অফিসে তালা ঝুলাল এলাকার ক্ষুব্ধ জনতা। অভিযোগ গত পাঁচ দিন ধরে নেহালচন্দ্র নগর বিদ্যুৎ সাব স্টেশনের অন্তর্গত পুরাতল এলাকার বিদ্যূৎ পরিষেবা বেহাল।
ঘণ্টার পর ঘণ্টা অতিক্রম হলে কিছুক্ষনের জন্য বিদ্যুৎ আসে এবং আবার কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায়। এইভাবে দিনের পর দিন বিদ্যুৎ সমস্যার কারণে পুরাতল এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। অভিযোগ বিদ্যুৎ অফিসে বার বার ফোন করা হলেও ফোন রিসিভ করা হচ্ছে না।
এমনকি এই বিদ্যুৎ সমস্যার ব্যাপারে বিশালগড় জাঙ্গালিয়া স্থিত বিদ্যুৎ অফিসে জানালেও কাজের কাজ কিছুই হলো না। সেই কারণে শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে এলাকার জনগণ নেহালচন্দ্র নগর বিদ্যুৎ অফিসে তালা ঝুলায়।
তাদের দাবী অতিসত্বর যেন এই এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধান করা হয়। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানায় এলাকার মানুষ।