YouTube : ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব

অনলাইন ডেস্ক, ২২ জুলাই।। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি বলছে, করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর কারণে তারা এ পদক্ষেপ নিয়েছে।

টেক জায়ান্টটি আরও জানায়, এর সঙ্গে মতাদর্শ বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। তারা কনটেন্ট নীতিমালার অধীনে ভিডিও সরিয়ে দিয়েছে।

করোনায় ব্রাজিল ভয়াবহভাবে ভুগলেও শুরু থেকেই লকডাউন, মাস্ক ও টিকা বিরোধী বক্তব্য দিয়েছেন বলসোনারো।

বর্তমানে করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বের তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় দেশ ব্রাজিল। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, দেশটিতে মোট ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৫ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বলসোনারোর ১৫টির মতো ভিডিও সরানো হয়েছে। তবে ইউটিউবের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্টের অফিস।

এ সব ভিডিওর কিছু সরাসরি সম্প্রচারিত। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে জাতির ‍উদ্দেশে সাপ্তাহিক ভাষণ ও মন্ত্রীদের সঙ্গে কথোপকথন রয়েছে।

একটি ভিডিওতে ব্রাজিলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েল্লোকে এইডসের সঙ্গে করোনার তুলনা করতে দেখা যায়। আরেক ভিডিওতে এক চিকিৎসক করোনার ওষুধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন, যার পক্ষ নেন প্রেসিডেন্ট।

এ দিকে সম্প্রতি স্বাস্থ্যগত বিপর্যয়ের মুখে পড়েছেন বলসোনারো। ১০ দিন টানা হেঁচকি দেওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরীক্ষা করে চিকিৎসকদের ধারণা, তার পাকস্থলীতে একটি ব্লক আছে। তার থেকেই এই ঘটনা ঘটছে। প্রয়োজনে অপারেশন করা হতে পারে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?